আব্দুর রহমান (আয়ান): বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রায়পুর সর্দার বাড়ি ও সদরের রাখালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে রওনা দিয়ে রায়পুরে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুটি বাস। এর আগেই লক্ষ্মীপুর স্টেশন পর্যন্ত সব যাত্রী নেমে যায়। পরবর্তীতে পুনরায় যাত্রী নিয়ে ভাড়া ধরার জন্য দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
স্থানীয়রা জানান, যাত্রীরা নেমে যায় লক্ষ্মীপুর স্টেশন। এরপরে আর কোনো যাত্রী সাধারণত থাকে না। কিন্তু বাস চালকরা লক্ষ্মীপুর থেকে রায়পুর পর্যন্ত যেতে সবচেয়ে বেশি গতিতে গাড়ি চালায়। প্রতিনিয়ত ছোটখাট কিছু ঘটনা ঘটে। আর আজ সর্দার বাড়ি ও তার একটু দূরে রাখালিয়ায় দুটি গাড়ি রাস্তার পাশের খালে পড়ে যায়।
ইকোনো সার্ভিসের মালিক বাবু বিজন বিহারী বলেন, একদিকে চালকের চোখে কিছুটা ঘুম ছিল, অন্যদিকে সড়কে বাক থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিচে নেমে যায়। এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!