বিশেষ প্রতিনিধি।
লক্ষ্মীপুরের রায়পুরে জমি বিরোধকে কেন্দ্র করে একটি গরুর ঘর পুড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে । এঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও বিক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের শাহেদ আলী আখনের বাড়িতে এ ঘটনা ঘটে ।
সিরাজ আখন বলেন, চর লক্ষ্মী মৌজার ২০ শতক জমি খরিদসূত্রে মালিক আমার পিতা শাহেদ আলী আখন ও আমার মা মালেকা খাতুন। আমরা ঐ জমির এজমালি মালিকানায় রয়েছি এবং জমিটি আমাদের দখলে আছে।আমাদের পার্শ্ববর্তী করিম উদ্দিন রাড়ির ছেলে মিন্টু ও মানিক রাড়ির ছেলে আলমগীরা এ জমির মালিকানা দাবি করে থানায় অভিযোগ সহ কর্টে মামলা দিয়েছে, কিন্তু স্থানীয় সালিশি বৈঠকে এবং রায়পুর থানায় ও আমাদের দখলের পক্ষে রায় দিয়েছে।তাদের জমি ভিন্ন দাগে আমাদের জমির পিছনে অংশে।কিন্তু তারা আমাদের দাগের জমি তাদের বলে দাবি করে আমাদের মামলা হামলা করে হয়রানি করছে এবং আমাদের জমি দখল করার পাঁয়তারা করছে। আজ রাত আনুমানিক ২টার দিকে তারা জমিতে থাকা গরু ঘরে আগুন দিয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবী করছি।

এ ঘটনায় মিন্টু ও আলমগীরা অভিযোগ অস্বীকার করে বলেন, “তারা নিজেরাই গরুর ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।”
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং উভয় পক্ষেকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মমিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!