রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহামান্য হাইকোর্ট ও জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অনুমোদন বিহীন ৪টি ইট ভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ)দিনব্যাপি অভিযানে উপজেলার নেকমরদ ইউনিয়নের প্রয়াগপুর এলাকার মেসার্স এস এ বি ব্রিকস,ভাটায় ১ লাখ,পৌর শহরের মহলবাড়ি এলাকার মেসার্স এইচ আর বি ব্রিকস ৫০ হাজার,
মেসার্স এন বি বি ব্রিকস ৫০ হাজার ও মেসার্স এম বি বি ব্রিকস ইট ভাটায় ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় মেসার্স এস এ বি ব্রিকস ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয় ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়। সেইসাথে ওই দুটি ইট ভাটার প্রস্তুত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, ও প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান।
এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। এ কার্যক্রম চলমান থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালত জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!