রাজধানীর লালবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ আকাশ হাওলাদার ওরফে সাগর, ২/ মোঃ নাসির উদ্দিন ওরফে হাবিবুর রহমান।
গতকাল বুধবার দিবাগত রাতে লালবাগ থানার ডুরি আঙ্গুল লেন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে লালবাগ থানার একটি চৌকস টিম। ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা পিপিএম গণমাধ্যম কর্মীদের এই তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার বলেন, লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে তথ্য আসে কতিপয় মাদক ব্যবসায়ী লালবাগ ডুরি আঙ্গুল লেন এলাকায় ফেন্সিডিলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত আসামীরা ঢাকা শহর এবং এর আশপাশের জেলাগুলোতে মাদকদ্রব্যের ব্যবসা করে বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির লালবাগ থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, রাজধানীর লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারে বিষয়টি আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল, ২০২৪ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!