রাজধানী ঢাকায় সোমবার সকালে মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরের দিকে বাড়তে থাকে। এতে নগরীর বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ৭১ মিলিমিটার এবং গত রাত ১২টা থেকে সকাল ৯টার মধ্যে মোট ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ১১৬ মিলিমিটার।
আবহাওয়া অফিস বলছে, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি ভারী এবং তার বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়। সে হিসেবে আজকের ঢাকার বৃষ্টি ছিল অতি ভারী।
সকালে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলা, মণিপুরিপাড়া, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলসহ বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিউমার্কেট এলাকায় পানি আটকে ছিল।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিপন আহম্মেদ বলেন, “মতিঝিল আসতে কোমরসমান পানি পার হয়ে আসতে হয়েছে।”
এদিকে উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বুধবার থেকে নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে তার প্রভাব বাংলাদেশ উপকূলে খুব একটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
লগইন
রাজধানীতে সকালেই ৭১ মিলিমিটার বৃষ্টি, সড়কে হাঁটু–কোমর পানি । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!