মোঃ রাব্বি ঢালী ।। চাঁদপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য ও পরিচালনা পর্ষদের সদস্য, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সদস্য, চাঁদপুরে বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অগ্রসৈনিক এবং মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ ( রফ রফ ও আল বোরাক লঞ্চের মালিক) স্বত্ত্বাধিকারী বিশসট শিল্পপতি আলহাজ্ব আঃ বারী খান আর নেই, ইন্না-লিল্লাহ,,, রাজেউন।
তিনি পহেলা আগস্ট শুক্রবার সকাল ৯ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন বলে তার পরিবার জানিয়েছেন।
হাজী আব্দুল বারীর মৃত্যুতে গোটা চাঁদপুর শহরে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে গভীর শোক ও শোকাবিভূত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!