রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন—পিতা, মাতা ও তাদের শিশু কন্যা—দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) রাত পৌনে ২টার দিকে, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচ তলায়।
দগ্ধদের পরিচয়:
রিপন (৪০)
তার স্ত্রী ইতি (৩০)
তাদের তিন বছর বয়সী কন্যা রাফিয়া
তিনজনকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, এবং তাদের অবস্থাকে চিকিৎসকরা অত্যন্ত আশঙ্কাজনক বলেছেন।
কীভাবে ঘটল বিস্ফোরণ?
প্রতিবেশী তাসলিমা মনি জানান,
“রাত আনুমানিক পৌনে ২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হই। ওই বাড়ি থেকে চিৎকার শুনে গিয়ে দেখি—তিনজন আগুনে ঝলসে গেছে, ঘরের দরজা-জানালাও উড়ে গেছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। রাতের বেলায় কেউ মশার কয়েল বা আগুনের স্পর্শে দিলে ঘটে ভয়াবহ বিস্ফোরণ।
বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য:
ডা. শাওন বিন রহমান, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন, জানান:
রিপনের শরীরের ৭০ শতাংশ পুড়েছে
ইতির শরীরের ৪৫ শতাংশ দগ্ধ
শিশু রাফিয়ার ৯০ শতাংশই পুড়ে গেছে
তিনজনেরই জীবন ঝুঁকিতে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!