আর্চ কাঠামোয় বাংলাদেশে সবচেয়ে বড় সেতু তৈরি হচ্ছে ব্রহ্মপুত্র নদে।
ময়মনসিংহের কেওয়াটখালীতে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য ১ হাজার ১০০ মিটার। সেপ্টেম্বরে শুরু হচ্ছে এই সেতুর নির্মাণ কাজ। মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শওকত আলী জানান, কেওয়াটখালি ব্রিজ সেপ্টেম্বরে এবং রহমতপুর ব্রিজ অক্টোবরে কাজ শুরু হবে। ব্রহ্মপুত্র নদে তৃতীয় ব্রিজের সাইট দ্রুতই নির্ধারণ করা হবে।
তিনি আরো জানান, মুক্তাগাছা থেকে জিরোপয়েন্ট ও জিরো পয়েন্ট থেকে পাটগুদাম পর্যন্ত রাস্তা চওড়া করার কাজ চলমান রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের সূত্র জানিয়েছেন, ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর ৩২০ মিটার দীর্ঘ স্টিল-আর্চ সেতুসহ ১ হাজার ১০০ মিটার দৈর্ঘ্যর সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৬৭০ দশমিক ৮ মিটার দৈর্ঘ্যের তিনটি সড়ক ওভারপাস, ২৪০ মিটার দৈর্ঘ্যর দুটি রেলওভারপাস, প্লাজা ও বিশ্রামাগারসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে ময়মনসিংহ সদরসহ নেত্রকোনার বিজয়পুর, শেরপুর জেলার নাকুগাঁও, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং জামালপুর জেলার ধানুয়া-কামালপুরের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানী ঢাকার নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এছাড়া বিদ্যমান শম্ভুগঞ্জ সেতুর যানজট নিরসনের পাশাপাশি এ অঞ্চলের ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। ব্রহ্মপুত্র নদের ওপারে প্রস্তাবিত নতুন ময়মনসিংহ বিভাগীয় শহরের সঙ্গে বর্তমান পুরাতন ময়মনসিংহ শহরের যোগাযোগ স্থাপনে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিভাগীয় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কমিশনার উম্মে সালমা তানজিয়া। অন্যান্যের মধ্যে রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি) দেবদাস ভট্টাচার্য, বিভাগের জেলার জেলা প্রশাসকগণ, বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!