রাজধানীর পল্লবীতে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এ কে বিল্ডার্সের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে হামলা ও গুলির ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে থানা পুলিশ গ্রেফতার করেছিল তিনজনকে। সবমিলিয়ে এখন পর্যন্ত গ্রেফতার ৮ জন।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি সোমবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা কারা?
র্যাবের অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন—
মো. আব্বাস (২৯)
মো. ইয়ামিন (২৭)
মো. সোহেল (২৩)
মো. মাজহারুল (৩০)
মো. চাঁদ মিয়া (২২)
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, জনৈক জামিলের প্ররোচণায় তারা এ হামলায় অংশ নেয়। এদের মধ্যে সোহেলের বিরুদ্ধে তিনটি, আব্বাসের বিরুদ্ধে চারটি এবং চাঁদ মিয়ার বিরুদ্ধে তিনটি মাদক, ডাকাতি ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।
কী ঘটেছিল ১১ জুলাই?
মামলার এজাহার ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্সে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে একদল অস্ত্রধারী হামলা চালায়।
তারা গুলি করে চার রাউন্ড, যাতে শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ হামলার ঘটনায় পল্লবী থানায় মামলা হয় এবং তা বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
থানা পুলিশের আগের গ্রেফতার
এর আগে রোববার (১৩ জুলাই) পল্লবী থানা পুলিশ যে তিনজনকে গ্রেফতার করে, তারা হলেন—
🔹 নিলয় হোসেন বাপ্পী
🔹 মামুন মোল্লা
🔹 মোহাম্মদ রায়হান
র্যাব ও পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!