ঢাকা, ০২ মে ২০২৪: মহান মুক্তিযুদ্ধের দুঃসাহসী নারী যোদ্ধা হেলেন করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
মহিলা আওয়ামী লীগ ঢাকা উত্তরের সাবেক সহ-সভাপতি, উদীচী ও খেলাঘর আসরের সদস্য, এবং প্রয়াত সাংবাদিক এম এ করিমের স্ত্রী হেলেন করিম ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য।
২০১৭ সালের ২ মে ঢাকায় ইন্তেকাল করেন এই বীর মুক্তিযোদ্ধা। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের চর অঞ্চলে মুক্তিযোদ্ধাদের গ্রেনেড সরবরাহ ও তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বন্দুক নিয়ে চর ও নদীর তীরবর্তী এলাকায় সতর্ক পাহারা দেন।পাকিস্তানি সেনা ও রাজাকারদের অবস্থান ও পরিকল্পনা জানার জন্য গোয়েন্দাগিরির কাজ করেন।
জীবনের ঝুঁকি নিয়ে পাতিলে গ্রেনেড ভর্তি করে তার উপর ডিম সাজিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরবরাহ করতেন।
আজ তার সপ্তম মৃতুবার্ষিকীতে পরিবার দোয়া মাহফিলের আয়োজন করেছে।দেশের বিভিন্ন স্তরের মানুষ তার সাহস ও দেশপ্রেমের জন্য তাকে স্মরণ করছেন।
মুক্তিযুদ্ধে হেলেন করিমের অবদান অমূল্য। তার মতো বীর নারীদের ত্যাগ ও সংগ্রাম আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
মন্তব্য করার জন্য লগইন করুন!