টাঙ্গাইলের মির্জাপুরে সোহান (২১) নামে এক যুবকের ফাঁসিতে ঝুলানো মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।
৩১ ডিসেম্বর(মঙ্গলবার) বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ড আদালত পাড়া আজগর আলীর বাড়ির নিচতলা ভাড়া দেওয়া গেঞ্জির কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
মোঃ সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।
জানা গেছে, নিহতের বড় ভগ্নিপতি মোফাজ্জল হোসেনের কারখানায় সোহান কাটিং মাস্টারের কাজ করতো। কাটিং রুমেই সে রান্না করে খেত এবং রাতে ঘুমাতো। ঘটনার দিন সোহানের কাটিং রুমে কোন সারা শব্দ না পেয়ে বিকেলে কারখানার অন্য কর্মচারী আলী হোসেন এবং বড় বোন সায়মা আক্তার অনেক ডাকাডাকির পর ভিতর থেকে আটকানো দরজার লোক বাহির থেকে চাবি দিয়ে খুলে ভিতরে প্রবেশ করে ঝুট কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলানো সোহানের লাশ দেখতে পায়। খবর পেয়ে মির্জাপুর থানার এসআই খাইরুল বাশার লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য লাশ টাংগাইল সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!