মাসুম পারভেজ।। চাঁদপুর সদর থানাধীন ব্যাংক কলোনি বিষ্ণুদি হোল্ডিং নং ৪৩০ বাইতুল উম্মি তিন তলা বিল্ডিং এর নিচ তলার উত্তর পাশের ভাড়াকৃত ইউনিটে আসামি মোঃ সাইফুল ইসলাম রিজন(৩৮) নামের এক ব্যক্তির নিকট অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
২২ জুলাই সকাল ৭.৩০ মিনিটের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর 'ক' সার্কেলের তত্বাবধানে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় আসামি সাইফুল ইসলাম রিজন এর নিকট প্রথমে পলি জিপার প্যাকেটে থাকা এ্যামিফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৪০(চল্লিশ ) পিস উদ্ধার করা হয়, পরে
একটি লাল রঙের টিস্যু কাপড়ের ব্যাগের ভিতর পলিথিনের মোড়ানো লুজ গাঁজা ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম উদ্ধার হয়।
আটককৃত মো: সাইফুল ইসলাম রিজন এর বাবার নাম মোঃ আবুল কাশেম ,মাতা- রোমেলা আফরোজ রিনা , সে আলগিবাজার (কালা চৌকিদার মোড়) মেজি বাড়ি, চারবংশী ইউপি, থানা- হাইমচর অঞ্চলের বাসিন্দা।
সে চাঁদপুর পৌরসভায় ভাড়াবাসাতে বসবাস করে। বর্তমান ঠিকানা হল সাং- বাইতুল উম্মি হোল্ডিং নং ৪৩০ তিন বিল্ডিং এর নিচ তলার উত্তর পাশের ইউনিট ব্যাংক কলোনি বিষ্ণুদী, (সেলিম আহাম্মদ এর বাড়ির ভাড়াটিয়া ), ওয়ার্ড নং-১৫,চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাদপুর। গৃহীত আইনগত ব্যবস্থা হিসেবে মো: আহসান হাবীব, পরিদর্শক 'ক' সার্কেল এর বাদি করে তত্বাবধানে মাদক দ্রব্য আইনে মামলাটি প্রক্রিয়াধীন।
মন্তব্য করার জন্য লগইন করুন!