মতলব দঃ উপজেলায় জৈনপুর নামক বাস সার্ভিস গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাংক লড়ি নামক একটি গাড়ি সাড়ে নয় হাজার অকটেন পোট্রোল তৈল নিয়ে চাঁদ পুর থেকে গৌরিপুর যাওয়ার পথে আশিনপুর নামক স্থানে আসলে জৈন পুর এক্সপ্রেস নামক একটি বাস গাড়িকে সাইড দিতে গিয়ে ডোবায় পরে যায়, ঘটনাটি ঘটে গত ১৩ আগষঠ বিকালে।
তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!