ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩টি আগ্নেঅস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলাবারুদ, ২০ টি দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকা সহ মেঘনা নদীর দুই দুধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।
আজ সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে ভোলার সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ দুই ডাকাতকে আটক করেন কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।
আটক হওয়া ডাকাতরা বাহাদুর বাহিনীর প্রধান আজগর আলী ওরফে বাহাদুর (৪২) ধনিয়া ৭ নং ওয়ার্ডের চরমনিষা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ও তার সহযোগী ইকবাল হোসন (২৪) রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি করে আসছিলেন বলে জানা গেছে।
এ সময় তাদের কাছে থেকে ১টি পাইপগান,১টি একনলা বন্ধুক,১টি পিস্তল সহ মোট ৩টি আগ্নেঅস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলাবারুদ, ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকা ও ২০ টি দেশীয় ধারালো অস্ত্র, ২ টি মোবাইল, ৫টি কার্ড রিডার সহ তাদেরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে কোস্টগার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, এ দুই ডাকাত বাহাদুর ও ইকবাল দীর্ঘদিন দিন ধরে মেঘনা নদীতে ডাকাতি পরিচালনা করে আসছিল বলে কোস্টগার্ড খবর পায়। মেঘনা নদীর ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে তারা প্রাণ নাশের হুমকির সম্মুখীন হন। পরবর্তর্তীতে আজ গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাতের আস্তানায় ঘন্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) এবং তার সহযোগী ইকবাল হোসন (২৬) কে ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০ টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ টাকা এক লক্ষ পনের হাজার পঁচাত্তর টাকা সহ তাদেরকে আটক করেছে কোস্টগার্ড।
তিনি আরো জানান, আটককৃত দুই ডাকাতকে এবং তাদের কাছ থেকে জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!