স্টাফ রিপোর্টার - ইমরান হক
কর্তৃক মা'কে গলা কেটে নৃশংস হত্যার ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার এবং মামলার ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার।
মামলার বাদী আতর খাঁন ফরিদগঞ্জ থানাধীন রূপসা বাজারের পাশে একটি মাদ্রাসায় বাবুর্চির কাজ করে। গ্রেফতারকৃত আসামী রাসেল (২৭) বাদীর ছোট ছেলে। সে ফরিদগঞ্জ বাজারের একটি মুদি দোকানে চাকুরী করত বাদী তার স্ত্রী এবং ছোট ছেলে রাসেল'সহ ফরিদগঞ্জ থানাধীন ইছাপুর গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন। বিগত তিন মাস যাবৎ বাদীর ছোট ছেলে গ্রেফতারকৃত আসামী রাসেল (২৭) উশৃঙ্খল চলাফেরা করত। এতে তার পিতা-মাতা ছেলে রাসেলকে নিষেধ করলে আসামী তার পিতার-মাতার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধর করে। বিষয়টি বাদী আতর খাঁন স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ রাজনকে অবগত করলে আসামী তার পিতা মাতাকে প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি-ধমকি দিয়ে আসতেছিল। অতঃপর বাদী আতর খাঁন গতকাল ২৬/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময়
মন্তব্য করার জন্য লগইন করুন!