ভ্রাম্যমান প্রতিনিধি :
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় বানিয়াচং থানা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, ইউপি চেয়ারম্যান শেখ মিজান,এরশাদ আলী, হাফেজ শামরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন স্মৃতি চ্যাটার্জি কাজল, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ,নূরুল ইসলাম, শাহ সুমন প্রমুখ।
পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য কে সামনে রেখে বক্তারা বলেন, পুলিশকে কমিউনিটি থেকে সহযোগিতা করা হলে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে যাবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!