কোথায়: বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচন, মহাসিনিয়া আলিম মাদরাসাকেন্দ্র
কখন: রবিবার, ৯ জুন, ২০২৪
কী ঘটেছে: শাকিল শেখ (২১) নামে এক যুবক একজন আনসার সদস্যকে মারধর করেন ও নির্বাচনী দায়িত্ব পালনে বাধা দেন।
কারণ: নারী ও পুরুষদের সারিবদ্ধ লাইন ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করা।
ফলাফল: শাকিল শেখকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
শাকিল শেখ মোংলা উপজেলার শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে।
তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেনের কর্মী।
আনসার সদস্যের নাম মোতালেব হোসেন।
ঘটনার পর শাকিল শেখকে আটক করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে শাস্তি দেওয়া হয়।
শাস্তি না মেনে শাকিল শেখকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!