দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
গোলাম সরোয়ার টুকু ৬১ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সরোয়ার ফোরকান কাচি প্রতীক নিয়ে ৫৭ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে থাকা আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪ হাজার ১৬৮ ভোট।
বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম রোববার রাত সাড়ে ৯টার দিকে বেসরকারিভাবে গোলাম সরোয়ার টুকুকে নির্বাচিত ঘোষণা করেন।
এই জয়ের ফলে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের টানা তিনবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পরাজিত হয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!