স্টাফ রিপোর্টার 'আসাদুজ্জামান ।।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ সাংবাদিকের সুরক্ষা ও জবাবদিহি শীর্ষক আলোচনা সভা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ সাংবাদিকের সুরক্ষা ও জবাবদিহি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব মোঃ নুরুল আমিন, সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপকূল বন্ধু খ্যাত দেশের প্রথিতযশা সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকের সুরক্ষা ও জবাবদিহি বিষয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল।
মন্তব্য করার জন্য লগইন করুন!