মোঃ আসাদুজ্জামান
বরগুনা জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তিকে ১১৫০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মো: জুয়েল মৃধা (৩৯)।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শনিবার ১১অক্টোবর ভোররাতে ৫ঘটিকায় মাদক উদ্ধার অভিযানে যায় বরগুনার গোয়েন্দা শাখার পুলিশ, এসময় দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে সুলতান মিয়ার ঘরে মাদক কেনা বেচা চলছে। সংবাদ পেয়েই ভোররাত ৫টায় ডিবি পুলিশ সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি জুয়েল মৃধাকে গ্রেফতার করে, প্রথমে ইয়াবা রাখার বিষয়টি অস্বীকার করলেও, পরবর্তীতে তল্লাশির মাধ্যমে মাছ ধরার ঝাঁকি জালে মোড়ানো ছয়টি প্যাকেটে ১১৫৯পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ একরাম হোসেন জানান, ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে
১১৫০পিছ ইয়াবা সহ জুয়েল মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।উক্ত ব্যক্তির নামে এর আগেও একাধিক মাদক মামলা রেকর্ড রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!