গাইবান্ধা: বুধবার বিকেলে (6 মার্চ) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহিব। সে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার বাসিন্দা এবং আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
অন্য নিখোঁজ শিক্ষার্থীর নাম নাহিদ। সেও মাহিবের মতো একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা শহর থেকে ছয় বন্ধু ব্রহ্মপুত্র নদীতে সাঁতার কাটতে যায়। এ সময় চার বন্ধু কিনারে উঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়।
স্থানীয়রা খবর দেওয়ার পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর মাহিবের মরদেহ উদ্ধার করে।
ফুলছড়ি উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর মাহিবের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ নাহিদের মরদেহ উদ্ধারে আমাদের চেষ্টা চলছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!