বগুড়া: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
৯ টা: জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলাস্থ নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেন।
উদ্বোধনের পর: জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।
১০ টা: জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।বক্তারা: জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা রুহল আমিন বাবলু।
৮ টা: আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ।
সাড়ে ১১ টা: বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা।
জেলার সকল উপজেলায়: ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!