আমান উল্যা আমানঃ-
বিনম্র শ্রদ্ধা আর যথাযােগ্য মর্যাদা ও ভালোবাসার মধ্যে দিয়ে বিজয় দিবস পালন করেছে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র সাংস্কৃতিক সংগঠন
ফরিদগঞ্জ সংগীত একাডেমী নাট্য থিয়েটার।
ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংগীত একাডেমী নাট্য থিয়েটার
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে। দিবসটি পালনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আজরা আমান অধরা,পারভীন নাসরিন,সামিয়া,লামিয়া,মায়া, সাদিয়া,মিম১,মিম২,জুমু,রেসি,লামিয়া,রিয়া,প্রমি,সালমা,তানিয়া,সামিয়া,আলেয়া,সানজিদা, লিজা,নিপুন,তানহা,রত্না, মোহনা,পান্না,রিমু,রিয়া,সুমাইয়া রাফি প্রমূখ। দিবসটিতে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনা করেন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ানসাংবাদিক মােহাম্মদ আমান উল্যা আমান,মিসেস লায়লা আমান,ফাতেমা আক্তার,নাজমা বেগম,সাংবাদিক শরীফ মৃর্ধা,সহ সভাপতি লিয়াকত আলী,যুগ্ম সম্পাদক ঈসমাইল হােসেন দিপু সদস্য মােহাম্মদ তােহা,সিউলি আক্তার,দিবস টি উপলক্ষে সংগঠনগুলোর উল্লেখযোগ্য কর্মসূচির অংশ বিশেষ ছিল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,শােভাযাত্রা এ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দুপুরে সকল সংগঠনগুলোর শিক্ষার্থী অভিভাবক কর্মকর্তাদের নিয়ে একাডেমির কার্যালয়ে ফ্যামিলিডের মতো ভূড়ি ভােজের আয়োজন।
মন্তব্য করার জন্য লগইন করুন!