চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক জমি মাপযোপ চলাকালীন শালিশ বৈঠকে হামলা হয়েছে। এতে ৪ জন গুরুত্ব আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি গত ২২ মে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চর পোয়া গ্রামের খাশের বাড়িতে ঘটে।
সিরাজগঞ্জ ও আলী হোসেন গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধ মিমাংশার জন্য স্থানীয়ভাবে এলাকার মেম্বার মোস্তাফা কামালের সভাপতিত্বে শালিশ বৈঠক হয়।
বৈঠক চলাকালীন, সন্ত্রাসী কায়দায় আলী হোসেন, জাকির হোসেন, রাজন হোসেন, খোকন ও মানিক সহ আরও ৪/৫ জন মিলে সকল শালিশের সামনে অতর্কিত হামলা চালায়। এতে সিরাজ খান, মানিক, সফিক ও রৌশনারা গুরুত্বর আহত হয়।
আহত সিরাজ খান বলেন, "আমাদের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ মিমাংশার জন্য স্থানীয়ভাবে শালিশ বৈঠকের আয়োজন করা হয়। এসময় সকলে সামনে আলী হোসেনগংরা আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুজে উঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে মেরে আমাদের আহত করে পেলে। আমি এর বিচার চাই।"
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফা পাটওয়ারী বলেন, "খাশের বাড়ির মাপযোপ করা জন্য আমরা ৮/৯জন শালিশদার ঐ বাড়িতে উপস্থিত ছিলাম। মাপযোপ সব কিছু শেষ পর্যায়ে এই সময় উভয় পক্ষের কথা কাটাকাটির জের ধরে আলী হোসেনরা সিরাজগঞ্জদের উপর হামলা করে। বিষয়টি খুব দুঃখ জনক।"
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!