চাঁদপুর, মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল ও ভয়াবহ লোডশেডিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রোববার (৩০ জুন) ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে মানববন্ধন করে।
দিনের ২৪ ঘন্টায় মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়েছে।মিটার রিডাররা মিটারের কাছে না গিয়ে মনগড়া বিল তৈরি করছে।
পল্লীবদ্যুৎ বিভাগের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন গ্রাহকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ফরিদগঞ্জ উপজেলায় পল্লীবদ্যুৎ সমিতি-২-এর আওতায় ১ লক্ষ ৫ হাজার গ্রাহক রয়েছে।বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে।মানববন্ধনের কারণে কিছুক্ষণের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!