মোঃ বায়েজিদ।।  চাঁদপুর পৌরসভার দুবারের সাবেক প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ...... রাজিউন)। তিনি আজ মঙ্গলবার  (২৯ জুলাই ২০২৫)  ভোর আনুমানিক ৬টায় ঢাকায় তাঁর মেয়ের বাসায় ইন্তেকাল করেন। 
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে তিন মেয়ে রেখে যান। তার বয়স ছিল সওরোধর্ব।সদা হাস্যজ্জল পরোপকারী হিসেবে পরিচিত সাবেক প্যানেল মেয়র সিদ্দিক ঢালীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।
বিশিষ্ট সমাজ হিতৈষী সিদ্দিক ঢালীর মৃত্যুতে চাঁদপুর জেলা অনলাইন প্রেস ক্লাব এর পক্ষ থেকে সভাপতি সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মহসীন ও সাধারণ সম্পাদক আশিক খান   গভীর শোক ও শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। 
 লগইন
 লগইন 
             
  
  
  
  
  
  
  
  
  
  পৌরসভার সাবেক প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী আর নেই
                                
                                    পৌরসভার সাবেক প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী আর নেই
                                
                                                    
মন্তব্য করার জন্য লগইন করুন!