রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনের নিচতলায় লেপ-তোশকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল এক ব্যক্তির, আহত হয়েছেন অন্তত ১৮ জন। সোমবার (৭ এপ্রিল) ভোররাতে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান শিকদার জানান, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট মাত্র ২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আরও ৬টি ইউনিট যোগ দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
পাঁচতলা ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা মরদেহটি আমিন উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করার জন্য লগইন করুন!