দেশে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক উপদেষ্টা ড. এন এন আফসরউদ্দিন। তিনি স্পষ্ট করে বলেন, “যেখানেই পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।”
রোববার (৩১ আগস্ট) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, “পলিথিন-প্লাস্টিক পরিবেশ ধ্বংসের প্রধান কারণগুলোর একটি। এগুলো নদী-নালা, ড্রেন ও খাল বন্ধ করে দেয়, মাটির উর্বরতা নষ্ট করে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করে।”
তিনি আরও বলেন, দেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন প্রয়োগ জোরদার করা হবে। ব্যবসায়ীরা যদি স্বেচ্ছায় পলিথিনের ব্যবহার বন্ধ না করেন, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
পরিবেশ উপদেষ্টা জনগণকেও পলিথিন ব্যবহার পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে, তাহলেই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো সম্ভব হবে।”
মন্তব্য করার জন্য লগইন করুন!