গেল ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বানিয়াচং আজমিরীগঞ্জের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। অনেকে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচনকে উৎসবমুখর করেছেন। কাজেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের সাথে খারাপ আচরণ কিংবা ঝগড়া বিবেদ করা যাবে না। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে সহযোহীতা করার আশ্বাস দিয়েছেন। আমরা সকলে মিলে স্মার্ট বানিয়াচং আজমিরীগঞ্জ গড়ে তুলতে চাই। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এসব কথা বলেন। তিনি বলেন, আমি সকলের এমপি, আমার সাথে দেখা করতে কোনো মাধ্যম লাগবে না সবার জন্য আমার দোয়ার উন্মুক্ত।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সাংবাদিক সমাজ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমপি রুয়েলকে শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ওসি (তদন্ত)আবু হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক।
উম্মোক্ত আলোচনা করেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য অধ্যক্ষ স্বপন কুমার দাস, বিপুল ভ‚ষণ রায়, কাজী মাওলানা আতাউর রহমান, শেখ শাহ নেওয়াজ ফুল মিয়া, শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলীসহ উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ অনেকে।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গুলো গৃহীত হয় সেগুলো হলো, ১৮ বছরের কম বয়সীরা টমটম চালাতে পারবে না। টমটম চালকদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে নাম্বার প্লেট সংগ্রহ না করলে মোবাইল কোর্টে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া শীঘ্রই সর্বমহলের সাথে আলোচনার পর বড়বাজারের শহীদ মিনার অন্যত্র স্থানান্তর করে সেখানে মাছের আড়ৎ নির্মাণ কারর সিদ্ধান্ত। অবৈধভাবে খালবিল দখলকারীদের উচ্ছেদ অভিযান চালানো। আয়েশা আবেদ ফাউন্ডেশন ছুটির সময় এবং স্কুল কলেজে শিক্ষার্থীরা যাওয়া আসার সময় পুলিশের টহল জোরদার করা।
মন্তব্য করার জন্য লগইন করুন!