ভোলা: মেঘনা নদীতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে ২০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।
আটককৃত জেলেরা ভোলা সদর উপজেলার ধনিয়া ও রাজাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছেন ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়।
সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালক ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, ইলিশের অভয়াশ্রমের কারণে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরণের মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে।
সেই নিষেধাজ্ঞা অমান্য করে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে মাছ শিকারের সময় জাল ও মাছ সহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!