কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আলোচিত পোস্টে ঘোষণা দিয়েছেন যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরিয়ে দিলে দেওয়া হবে ১ লাখ টাকা পুরস্কার। গতকাল শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এ পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং নিয়ে আসে ব্যাপক আলোচনা-সমালোচনা।
রায়হান পোস্টে উল্লেখ করেন, কুমিল্লা অঞ্চলের কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অস্ত্রধারী, অস্ত্র বহনকারী, সরবরাহকারী কিংবা সংরক্ষণকারী সন্ত্রাসীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন, তবে তিনি পাবেন ১ লাখ টাকার পুরস্কার। তবে এ ঘোষণা শুধুমাত্র অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য, সংগঠনের নামমাত্র পদধারীদের জন্য নয়।
তিনি আরও জানান, গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগের কিছু সদস্য প্রকাশ্যে অস্ত্র নিয়ে জনতার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। সে সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে প্রচুর অবৈধ অস্ত্র ছিল। এই অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর আওতায় ছাত্রলীগের সদস্যদের জন্য কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ছাত্রলীগের সদস্য হলে ছয় মাসের কারাদণ্ড এবং এ সংগঠনের সমর্থক হলে সাত বছরের জেল হতে পারে।
মন্তব্য করার জন্য লগইন করুন!