ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, তরুণরা এই দেশ স্বাধীন করতে পেরেছে, তারা এটিকে মনের মতো করে গড়তেও পারবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্স থেকে দেশে ফিরে তিনি এ কথা বলেন।
বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের সৃজনশীলতা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন তাদের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।
ড. ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী এবং ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আজ রাত আটটার দিকে অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে বলে জানা গেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!