ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শাহজাহান কামাল মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানা যায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাত ৩টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ. কে. এম. শাহজাহান কামাল।
উল্লেখ্য, এ. কে. এম. শাহজাহান কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নোয়াখালী-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ১৮ সালে তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৮ সালে প্রায় এক বছর তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!