প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন। এই মহাসড়ক উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকার যানজট নিরসনে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু সৈনিকলীগের একটি বিশাল র্যালি আগারগাঁও সভাস্থলে জমায়েত হয়। র্যালিতে নেতৃত্ব দেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। তিনি প্রধানমন্ত্রীর আগমনের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামীলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আসলাম উদ্দিন ও ভাটারা থানা আওয়ামলীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইসহাক উদ্দিন, খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মোঃ সোয়েবুর রহমান জুয়েল, ৯৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, খিলক্ষেত থানা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক আবু সায়েম দর্জি ও জাতীয় শ্রমিক লীগ খিলক্ষেত থানা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল মন্ডল।
ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার যানজট নিরসনে বরাবরই মনোযোগী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন তার সেই দূরদর্শী নেতৃত্বেরই বহিঃপ্রকাশ। এটি ঢাকাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশার বাস্তবায়ন। আমরা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সফল করার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকার উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত ৯.৬ কিলোমিটার দৈর্ঘ্যের। এটি নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এটি নির্মাণের ফলে ঢাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!