আলাউদ্দীন হক।। গেল শুক্রবার রাত ৯টায় ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটপাতের দোকানদার নাসিমা আক্তারের দোকানে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী লাইম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী। শারীরিক অসুস্থতার কারণে বিগত বেশ কিছুদিন থেকে নাসিমা তার দোকানটি বন্ধ রেখেছে,আর তাতেই ফন্দি আটে লাইমউদ্দিন। লাইম উদ্দিন নাসিমার কাছ থেকে দোকান ভাড়া নেয়ার মিথ্যে নাটক সাজিয়ে দোকানটি দখলের অপচেষ্টা চালায়,যা পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে মীমাংসা হয়। এতো কলকাঠির পরও দোকানটি দখলে নিতে না পারায় লাইম উদ্দিন স্থানীয় সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয়। লাইম উদ্দিন ও তার গুন্ডা বাহিনী ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে নাসিমা আক্তারের কাছে।দাবিকৃত চাঁদা প্রদানে অপারগতা প্রকাশ করায় প্রায় ২০জনের মতো বহিরাগত সন্ত্রাসী এনে তার দোকানে অতর্কিত হামলা চালায় লাইম উদ্দিন।হামলায় ভাঙচুর করা হয় দোকানের চেয়ার-টেবিল,লুট করা হয় ক্যাশ এ থাকা নগদ ৩ হাজার টাকা,এবং সন্ত্রাসীদের লাঠিসোটার আঘাতে মারাত্মক জখম হয় নাসিমা,তার দোকানে অবস্থান করা কাস্টমার আলমগীর ও তার স্বামী মো:হাসান। ঘটনার ভিডিও চিত্র ধারণ করায় সোনিয়া নামের জনৈক মহিলাকেও লাঞ্চিত করে চক্রটি। ওই রাতে গুরুতর আহত অবস্থায় নাসিমা ও আলমগীর কে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা প্রদান করেন।এ নিয়ে ঢাকার কদমতলী থানায় লাইমউদ্দিন,সায়েম, শিহাব,সজলসহ অজ্ঞাত নামা আসামিদের নামে লিখিত অভিযোগ করা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীগণ।এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে,নিয়মিত মামলা রুজু করা হবে এবং আসামিদের গ্রেফতার করে সহসায় আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!