ঝালকাঠি থেকে বিশেষ প্রতিনিধি আবু সায়েম আকন।।
ঝালকাঠির রাজাপুরে পুকুরে বিষ প্রয়োগ করে রাতের আধারে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৫ সেপ্টেম্বর সোমবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতির স্বীকার পুকুর মালিকের নাম আহসান হাবীব রুবেল।
পুকুর মালিক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করে গলদা চিংড়ি সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এতে তার দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘেরের পাহারাদার আসাদুল মঙ্গলবার দুপুর ১১ টায় খাবার দিতে এসে পুকুরে মরা মাছ ভাসতে দেখে তাকে জানালে সে এসে দেখে পুকুরে অল্প কিছু মাছ মরে ভাসছে।
রাজাপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সরজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!