কঙ্কর, ১৭ এপ্রিল নির্বাচনের আগে মাওবাদী দমনে বড় সাফল্য অর্জন করেছে ভারতের কেন্দ্রীয় বাহিনী বিএসএফ। ছত্তিশগড়ের কঙ্কর জেলায় একটি অভিযান চালিয়ে ২৯ জন মাওবাদীকে নিহত করেছে তারা। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মীও আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) কঙ্কর জেলার ছোটবেতিয়া পুলিশ থানার অধীনে একটি গভীর জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিএসএফ।সংঘর্ষে নিহতদের মধ্যে রয়েছে তাদের শীর্ষ নেতা শংকর রাও, যার মাথার দাম ছিল ২৫ লাখ রুপি।এছাড়াও ঘটনাস্থল থেকে ২৯ জনের লাশ, চারটি একে-৪৭ সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।বিএসএফের দুই জন এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর এক সেনা এই সংঘর্ষে আহত হয়েছেন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তারা সকলেই বিপন্মুক্ত।
এই অভিযান ছত্তিশগড়ে সাম্প্রতিককালের অন্যতম বড় মাওবাদী বিরোধী অভিযান।নির্বাচনের আগে এই সাফল্যকে নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে।২০০৮ সাল থেকে মাওবাদী দমনে ডিআরজি বিএসএফকে সহায়তা করে আসছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!