শেখ এমদাদুল হাসান ।।
চাঁদপুরের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে শহরের কোলাহলমুক্ত মনরম পরিবেশে অবস্থিত চাঁদপুর ল" কলেজ।
সম্প্রতি এই ঐতিহ্যবাহী " ল" কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম। তিনি ব্যক্তিগত জীবনে একজন বলিষ্ঠ রাজনীতিবিদ। ডাকসুর নেতা। সাবেক পিপি। বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। সদা হাস্যজ্জল এবং একজন সদালাপী লোক। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেন। দম্ভ অহংকারের লেশমাত্র তার ভিতরে নেই। এই প্রতিবেদক এমনটাই তার অন্তর চক্ষুর প্রখরতা দিয়ে অনুভব করেছেন। যা সত্যি বাস্তবতার সমান্তরাল।
তিনি ঐতিহ্যবাহী চাঁদপুর ল" কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।
জনকল্যাণে ও যে,কোনো প্রয়োজনে,,,
অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
চাঁদপুর ল কলেজ চাঁদপুর
০১৮১৯১৪০৪৩৬
০১৯১২১৩০৩৯৯
মন্তব্য করার জন্য লগইন করুন!