মোঃ মাসুম পারভেজ।।
গতকাল ১৪ ই মে ২০২৫ রোজ বুধবার জেলা প্রশাসক চাঁদপুরের সহযোগিতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) জনাব আ,ন,ম নাজিম উদ্দিন।
অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ সহ খাদ্য ব্যবসায়ীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। খাদ্য বাহিত রোগ প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবার ভূমিকা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মধ্যে নিরাপদ খাদ্যই হচ্ছে মূল স্তম্ভ। উক্ত বিষয় কে সামনে রেখে চাঁদপুরে বসবাসকারী জনগণের মধ্যে কিভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায় সে বিষয় গুলো আলোচনায় স্থান পায়। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধিজনরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে নিরাপদ খাদ্য নিশ্চিতে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!