চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার ভোরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচরে মাছ ধরা অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়।
আটক জেলেদের নাম:আনোয়ার হোসেন (৩৫),আব্দুল খালেক (১৯),নিরব (১৫),মো: বিল্লাল হোসেন (১৪),আব্দুর রহমান (১২),মো. হাসান (২০),মো. সোহাগ (১৮),মো. জলিল (২১),মো. আব্দুস সোবাহান (১২),মো. ওয়াসিম (১৪)
এদের মধ্যে আনোয়ার হোসেন, আব্দুল খালেক, নিরব, মো: বিল্লাল হোসেন এবং মো. হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি ৫ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের কাছ থেকে ১ হাজার ৭শ’ মিটার অবৈধ কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!