এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুরে কিশোর গ্যাং দমনে অ্যাকশনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠের একপাশে আজ সন্ধ্যায় একদল কিশোর গ্যাং সন্দেহজনকভাবে অবস্থান করছিল। তাদের কারো কারো হাতে দেশীয় অস্ত্র ছিল। তাদের উদ্দেশ্য ছিল গুয়াখোলা অথবা পার্শ্ববর্তী কোন এলাকার অপর কিশোর গ্যাং দলের উপর হামলা করা।
তখন চিশতিয়া জামে মসজিদের মাগরিবের নামাজ শেষে অন্যান্য মুসল্লিদের সাথে বের হলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিষয়টি দেখতে পেয়ে মসজিদ থেকে বের হয়ে দৌড়ে ছুটে গিয়ে কিশোর গ্যাংদের তাড়া করেন।
এসময় শেখ ফরিদ আহমেদ মানিক এর উপস্থিতি টের পেয়ে এদিক-সেদিক ছুটে পালাতে লাগলো সেখানে অবস্থানরত কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে শেষ রক্ষা হয়নি ৫ কিশোর হয়েছে আটক ।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি নিজেই আটক করলেন ৫ কিশোরকে। দূর থেকে এমন দৃশ্য দেখলো কাছেও দূরে দাঁড়িয়ে থাকা মসজিদের শত শত মুসল্লী এবং এখানকার ব্যবসায়ী ও পথচারীরা। কিশোর গ্যাং দমনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন তারা।
উল্লেখ্য, গত কয়েক বছরে চাঁদপুরে বিভিন্ন এলাকায় ও পারামহালায় গড়ে উঠেছে অসংখ্য কিশোর গ্যাং গ্রুপ। তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরে মারামারি সহ বিভিন্ন রকমের প্রাণঘাতি সহিংসতায় লিপ্ত হয়।
তাদের অত্যাচারে তটস্থ থাকত অভিভাবকসহ ব্যবসায়ীরাও। গতকাল শুক্রবার কিশোর গ্যাংয়ের হামলায় শাহীন নামের এক কিশোর নিহত হয়। যদিও ঘটনার কয় ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত ঘাতক শান্তকে আটক করতে সক্ষম হয়। চাঁদপুরে সচেতন মহলের দাবি, চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত রাখতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণীর মানুষকে এভাবেই এগিয়ে আসা উচিত।
মন্তব্য করার জন্য লগইন করুন!