চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের পরিচালক, বদভ্যাস নির্বাহী ও মহিলা বদভ্যাস প্রশাসক পদে আওয়ামী লীগের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিযোগীরা ছবি পেয়ে জরিপ ক্ষেত্রে প্রবেশ করেছেন এবং নাগরিকদের কাছে ভোট চাইছেন।
পরিচালক পদ:খাজে আহমেদ মজুমদার (প্রতীক চিংড়ি),ইঞ্জিঃ মোহাম্মদ আমির আজম রেজা (প্রতীক আনার)
বদভ্যাস প্রশাসক (পুরুষ):আবু সুফিয়ান শাহীন (ছবির চশমা),আকবর হোসেন মনির (ছবির তালা),
কামরুজ্জামান পাটোয়ারী সবুজ (ছবি বই)
বদভ্যাস নির্বাহী (মহিলা):মাজুদা বেগম (ছবি ক্যামেরা),রিনা নাসরীন (ছবি ফুটবল),হালিমা বেগম (ছবি পদ্মফুল)
ভোটারদের শরীরে ঝুলছে: প্রতিযোগীদের ছাপ সম্বলিত ছবি, পতাকা ও ব্যানারের অংশ।
প্রচারণা: প্রতিযোগী এবং আবেদনকারীর সহযোগীরা হাতে হ্যান্ডআউট নিয়ে মাঠে রয়েছেন। বাড়ি ফিরে নাগরিকদের কাছে ভোট চাইছেন। মহিলারাও আপ-আগতদের পাশে ঘরে ঘরে যাচ্ছেন।
ভোটগ্রহণ: ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে।
১২ মে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জিএস তছলিম আহমেদ, তোফায়েল আহমেদ ভূঁইয়া, সাইফুল ইসলাম রিপন ও বদভ্যাসের পরিচালক কামরুল ইসলাম রোমানকে তাদের পদবী কাগজপত্র পৃথক কারণ উল্লেখ করে বের করে দেন।
সোমবার (13 মে) প্রতিযোগীদের মধ্যে ছবিগুলি আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!