চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বুধবার (৩ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে ফলমন্ডি এলাকার ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দখল করে তরমুজের আড়ত বসানোর অভিযোগে তাৎক্ষণিকভাবে আড়তগুলো অপসারণ করে অবৈধ দখলমুক্ত করা হয়।
এছাড়াও, ফলমন্ডি থেকে নিউমার্কেট পর্যন্ত অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে শতাধিক কাঠের চৌকি ও চেয়ার-টেবিল অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব: মো. রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, চসিক, চৈতী সর্ববিদ্যা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, চসিক, শাহরীন ফেরদৌসী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, চসিক, মনীষা মহাজন, স্পেশাল ম্যাজিস্ট্রেট, চসিক, শাহীদ ইশরাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জেলা প্রশাসন
অভিযান সমন্বয়: মুহাম্মদ আবুল হাশেম, মেয়রের একান্ত সচিব, চসিক
চসিক ৮ ফেব্রুয়ারি থেকে নগরের ফুটপাত উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু করে।৮ ফেব্রুয়ারি: আমতল থেকে ফলমন্ডি পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা এক হাজার স্থাপনা উচ্ছেদ করা হয়।১১ ফেব্রুয়ারি: উচ্ছেদকৃত স্থান ফের দখল ঠেকাতে চসিক অভিযান পরিচালনা করে।১১ ফেব্রুয়ারি: পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে চসিকের পরিচ্ছন্ন বিভাগের চারজন কর্মী আহত হন।১২ ফেব্রুয়ারি: চসিক ১২ জন হকারের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
নগরের নিউ মার্কেট মোড়, আমতলা, মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনে, রিয়াজুদ্দিন বাজারের সামনেসহ উচ্ছেদকৃত স্থানে আবারও দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে।
চসিক নিয়মিতভাবে অবৈধ দখল ও স্থাপনা অপসারণ অভিযান পরিচালনা করে থাকে।
মন্তব্য করার জন্য লগইন করুন!