গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগদা আমতলি বাজার এলাকায় অভিনব কৌশলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার সদর ফাঁড়ির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার মান্দা থানার তুলসিরামপুর গ্রামের মিলন (৩৪) ও চক উলী গ্রামের মোস্তাক আহমেদ (২৩)। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গ্যাস সিলিন্ডার কেটে ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, "গাঁজাগুলো বিশেষ কৌশলে সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পরিবহন করা হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা।"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনই মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোর অবস্থানে থাকবে।"
মন্তব্য করার জন্য লগইন করুন!