বাংলাদেশের ১৯৯২ সালের মার্চে সিটিসেল প্রথম মোবাইল ব্যবহার চালু করেন। কলরেট যেতে ছিল ২০ টাকা আসতে ছিল ২০ টাকা! তখন শুধু ঢাকার আশেপাশ এবং চিটাগাংয়ে এর ব্যবহার ছিল। কিন্তু, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ হতে মোবাইলের ব্যবহার সহজ ডিজিটালাইজ এবং কল রেট ৫০ পয়সায় নামিয়ে আনেন ইনকামিং বিলমুক্ত করে। মোবাইলের ব্যবহার এখন দেশব্যাপী এবং ধনী-গরীব, ছোট-বড় সকলের জন্য। আর,
শুধুই কথা বলা নয়, মোবাইল ফোন মানুষের জীবন বদলের হাতিয়ারে পরিণত হয়েছে। এর শুধু নেতিবাচক ব্যবহারই নয় বরং এটি কোনো কোনো মানুষের বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে স্বল্প শিক্ষিত কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষ মোবাইল ব্যবহার করে বর্ণমালা শিখে, নতুন ভাষা শিখে, মুখে কথা বলে মোবাইল টাইপ করে (ভয়েস টু টেক্সট)।
সেমিনারে বলা হয়- বিকাশ, রকেটসহ নানা ব্যাংকিং কার্যক্রমও এখন মোবাইলনির্ভর। এখন ই-কমার্স আর বলা হয় না, বলা হয় এম কমার্স। সুতরাং মোবাইল মানুষদের অনেক কিছুই শেখাচ্ছে এবং জীবনকে সহজও করেছে।
এক কথায়, মোবাইল ফোন জীবন বদলের হাতিয়ার।
মন্তব্য করার জন্য লগইন করুন!