মোঃ মাসুম পারভেজ।। খিলগাঁও মডেল কলেজের সামনে গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২১ শে ফেব্রুয়ারি প্রায় রাত ৮ টার সময় সেখানে আগুন দেখতে পান দোকানের কর্মচারীগণ। দ্রুত পদক্ষেপ নেওয়ার আগেই আগুন দোকানে ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। লোকালয়ে অবস্থান করা জনগণের মনে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভানোর চেষ্টা চালাচ্ছে। আগুনের লেলিহান শিখা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দ্বারা আগুন নেভানো সম্ভব নয় বলে জানিয়েছেন খিঁলগাও বসবাসকারী এলাকাবাসী। দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর জন্য পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায় সেখানকার সাধারণ মানুষ। অগ্নিকাণ্ডের ঘটনায় সংবাদ লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি
মন্তব্য করার জন্য লগইন করুন!