কোথায়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
কখন: ১৭ ফেব্রুয়ারি, ২০২4, বিকেল ৪টা
সজীব তার গ্রামের বাড়ি থেকে এসে রুমে প্রবেশ করে গরম অনুভব করায় ফ্যান চালায়। রুমমেট সাঈদ উত্তেজিত হয়ে ফ্যান বন্ধ করতে বলে।
সজীব দুই মিনিট পর ফ্যান বন্ধ করার কথা বলে। সাঈদ তৎক্ষণাৎ ফ্যান বন্ধ করে এবং সজীবকে ধাক্কা দেয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে সাঈদ লোহার পাইপ দিয়ে সজীবকে আঘাত করার চেষ্টা করে। সজীব নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আঘাত তার হাতে লাগে। পার্শ্ববর্তী রুমের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি। একই রুমে থেকে এরকম ঘটনা লজ্জার। এখন আমি নিজেকে অনিরাপদ মনে করছি।
ফ্যানের ময়লা রুমে ছড়িয়ে পড়ছিল। আমি সজীবকে ফ্যান বন্ধ করতে বললে, সে স্পীড কমিয়ে দেয়। তখন আমি ফ্যান বন্ধ করলে সজীব আমাকে জোরে ধাক্কা দেয়। ... এরমধ্যে দুই লিটারের পানির বোতল দিয়ে সজীব আমাকে যখন আঘাত করে তখন আমিও তাকে আঘাত করি।
হল প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। প্রক্টরিয়াল বডির প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনার জের ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!