শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় আহত হওয়ার অভিযোগে কামারখন্দ থানায় ভদ্রঘাট ইউপি চেয়ারম্যান আ: মালেক ও নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকসহ ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নামীয় ৩৭জন ও ২০০/৩০০ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত(২৬ আগষ্ট) হামলায় আহত শিহাব উদ্দিন(১৮) এর পিতা- শামিম হোসেন (৩৯) বাদী হয়ে কামারখন্দ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ রয়েছে- গত (৫ আগস্ট) সকাল ৯:৩০ এর দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা ভদ্রঘাট বাজার থেকে কুটিরচরের দিকে প্রায় ৫০০ জন ছাত্র- জনতা বিক্ষোভ মিছিল করে। এ সময় ১-১০ নং আসামীদের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লাঠি সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হলে সংঘর্ষ বাধায়। সংঘর্ষে আওয়ামী লীগ নেতাদের লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে বাদীর পুত্র শিহাব উদ্দিনসহ অনেকেও আহত হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে তার পুত্রকে শহীদ এম মনসুর আলী মেডিকেল থেকে ঢাকায় পাঠিয়ে দেয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নামীয় ৩৭ ও অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।আইনগত প্রক্রিয়া শেষ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!