কিছু অসাধু ব্যবসায়ী দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদন এবং বিপণনকারী কোম্পানি ওয়ালটনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওয়ালটনের কর্মচারীদের পক্ষ থেকে জানা গেছে কিছুদিন যাবৎ ওয়ালটন ও ওয়ালটনের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে অনেকে অনেক অপপ্রচার চালাচ্ছেন।
ওয়ালটনের কর্মচারীরা ডিলারদের উদ্দ্যেশে বলেন,
যখন ডিলারদের গাড়ী গাড়ী দিছে তখন তো তার কোন সুনাম করতে দেখি নাই। ওয়ালটন আপনাকে সব সময় ভালো কিছু করতে পারেন সেই পরামর্শ দিছেন আপনার ১০ হাজার টাকা পকেটে নাই তবুও আপনাকে ১০ লক্ষ টাকার পণ্য দিছে যাতে আপনি ভালো করে ব্যবসা পরিচালনা করে ভালো প্রফিট করতে পারেন তার জন্য যা কিছু দরকার তাই আপনাকে দিছে ওয়ালটনের কর্মীরা সব সময় আপনার দোরগড়ায় এসে আপনাকে বুঝিয়ে দিয়েছে আপনি কত % পান কি ভাবে মার্কেট করলে আপনি ভালো প্রফিট করবেন আপনি কখনো ওভার % দিয়ে মালামাল বিক্রি করেন কিনা তার জন্য অডিট পরিচালনা করেছেন।
আপনাকে তো কখনো তারা বলে নাই যে ভাই আপনি ৩০-৪০% পান আপনি ২৫-৩৫% ডিস্কাউন্ট দিয়া পণ্য বিক্রি করেন তারা আরো আপনার ভালোর জন্য সব সময় বলে গেছেন আপনি যত % পান তার থেকে আপনার প্রফিট রেখে পণ্য বিক্রি করবেন সব সময় চালান মিলিয়ে কাজ করবেন।
আপনারা কোম্পানির বাকিতে দেয়া মালামাল ওভার % দিয়ে বিক্রি করে বাড়ি গাড়ি করেছেন তখন কোন দোষ ছিলো না।
আর এখন যেই কোম্পানি বলছে আপনার টাকার লিমিট কমাতে হবে নয়তো পণ্য দিতে পারবো না আর এখন কোম্পানির ও কোম্পানির লোকেরা খারাপ। বাংলাদেশে ৩ হাজার প্লাস এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আছে কোম্পানির তার থেকে আপনার কয়েক জন্য যারা ওভার % পণ্য বিক্রি করে কোম্পানির টাকা আত্তসাধ করেছেন তারাই পতিবাদে নেমেছেন কই আর কোন লোক তো নাই। দোষ করবেন আপনি আর তা চাপাই দিবেন অন্যের ঘারে সেটা হবে না ভাই।
ডিলার আপনার বাকিতে পন্য দিছে ওয়ালটন। আজকে ওয়ালটনের টাকাই পরিবার স্বচ্ছল করেছেন, গাড়ি, বাড়ি করেছেন। বাকিতে পন্য নিয়ে মুনাফা করতে পারেন নাই এইটা কি কোম্পানির দোষ?
এজন্যই কর্মচারীবৃন্দ ওয়ালটনের নামে মিথ্যা অভিযোগ দেয়া বন্ধের আহ্বান জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!