অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন আজ সোমবার রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় তাকে সমাহিত করা হয়।
দাফনের সময় মরহুমের সন্তান মুয়াজ আরিফসহ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকের অংশ হিসেবে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!